রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। সকালে রাজশাহী নগরী ও জেলার গোদাগাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীল আলম সরকার জানায়, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সাজু মিয়া। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাঁশলীতলা এলাকায় রাজশাহীগামী বিআরটিসির একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে নগরে প্রবেশ করার সময় নাজমুল হোসেন নামে এক ব্যক্তি বাস চাপায় নিহত হন। ওয়াসা ভবন-সংলগ্ন সপুরা আহম্মেদ নগর এলাকায় এই দর্ঘটনা ঘটে।