রাজশাহীতে এক বিএনপি কর্মীকে গুম করার অভিযোগে মামলা
- আপডেট সময় : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ১৬১১ বার পড়া হয়েছে
রাজশাহীতে এক বিএনপি কর্মীকে গুম করার অভিযোগে প্রায় ৮ বছর পর রেবের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনায় নতুন করে শুরু হয়েছে তোলপাড়। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন অনেকেই। আর এতে স্বামী ইসমাইল হোসেনকে ফিরে পাওয়ার আশা উঁকি দিচ্ছে নাইসের মনে। আশায় বুক বাঁধছে তাদের শিশু সন্তানও। এজন্য ইসমাইল গুমের আট বছর পর সাত রেব সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হন তারা।
স্বামী ইসমাইল হোসেনের সন্ধান চেয়ে মামলা করেছেন তার স্ত্রী নাইস খাতুন। তার অভিযোগ, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে রাজশাহীর গোদাগাড়ীর ডাইংপাড়া গোলচত্ত্বর থেকে রেবের একটি পিকাপে তুলে নেয়া হয় ইসমাইলকে। এ ঘটনার কয়েকদিন পরও আদালতে চালান না দেয়ায় বন্দিশালা থেকে ইসমাইল ফোন করে পরিবারকে জানান, তিনি রেবের হেফাজতেই আছেন। কিন্তু এরপর দীর্ঘ আর বছর পার হলেও তার আর কোনো খোঁজ মেলেনি।
এদিকে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গুম হওয়া অনেকেই মুক্তি পেয়েছেন। ইসমাইলের পরিবারও তাকে ফিরে পাবার আশায় ঢাকায় গিয়ে কথিত আয়না ঘর এলাকায় ধর্ণা দিয়েছে। তাদের আশা, নতুন বাংলাদেশে ফিরে পাওয়া যাবে ইসমাইলকেও। জীবিত কিংবা মৃত যে কোনো পরিস্থিতেই ইসমাইলের সন্ধান চায় তার পরিবার।
তবে বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের অভিযোগে রেবের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান, বাদীর আইনজীবী। তবে রেবের-৫ এর অধিনায়ক বলছেন, আসামীদের কেউ-ই এখন আর এই ব্যাটেলিয়নে নেই। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। পেশায় জুলেয়ারির ব্যবসা করতেন ইসমাইল হোসেন। কোনো পদ না থাকলেও বিএনপির কর্মী ছিলেন তিনি।