রাজশাহীতে করোনার টিকা নিতে সাধারণ মানুষের ঢল
- আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার টিকা নিতে ঢল নেমেছে সাধারণ মানুষের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা এবং জনবল। ফলে উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই টিকা নিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। স্বত:স্ফূর্তভাবে টিকা নিচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরাও।
টিকা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছে সাধারণ মানুষ। গুজব ও ভয় কাটিয়ে এখন করোনার টিকা নিতে ছুটে আসছেন তারা। সুনির্দিষ্ট তথ্য দিয়ে নিবন্ধনের পর, নির্ধারিত সময়ে কেন্দ্রে হাজির হলেই বিনামূল্যে মিলছে করোনা প্রতিরোধক টিকা।শুধু সাধারণ মানুষই নয়, সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রধম ধাপে টিকা নিচ্ছেন বিজিবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও।
টিকা নিতে মানুষের ঢল দেখে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রের সেবা কার্যক্রম বাড়ানো হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ।