রাজশাহীতে চিনির গুদামে ভোক্তা অধিদপ্তরের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে চিনির গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে মজুদ করা ১৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। পরে, মজুতকারী আলী আহাম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
বেলা ১১টা দিকে, নগরীর সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম। তিনি জানান, গোপন তথ্য থেকে জানা যায়, চিনির কৃত্রিম সংকট তৈরি করতে আলী আহম্মদ নামে এক ব্যবসায়ী তার গুদামে চিনির মজুদ করেছে। পরে, ওই গুদামে অভিযান চালিয়ে ১৩৪বস্তা চিনি জব্দ করা হয়। জরিমানার পর জব্দ করা চিনি সরকার নির্ধারিত দামে বিক্রির সিদ্ধান্ত হয়।