রাজশাহীতে ঝিমিয়ে থাকা চীনা ঋণের উন্নয়ন প্রকল্প চাঙা
- আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে ঝিমিয়ে থাকা চীনা ঋণের উন্নয়ন প্রকল্প চাঙা করতে শুরু হয়েছে তোড়জোড়। মহানগরী থেকে ৩১ কিলোমিটার দূরের গোদাগাড়ী থেকে পদ্মার পানি তুলে পাইপ লাইনের মাধ্যমে আনা হবে রাজশাহীতে।
এই প্রকল্পে খরচ ধরা হয়েছে চার হাজার ৬২ কোটি টাকা। এর মধ্যে দুই হাজার ৭৪১ কোটি টাকা ঋণ দেবে চীন। প্রকল্পটি বাস্তবায়নে ঝটিকা সফর করেছেন দেশটির রাষ্ট্রদূত।
২০১৫ সালে প্রকল্পের খসড়া সম্পন্ন করা হয়। এই প্রকল্পের মোটা অংকের টাকা ঋণ দেবে চীনের এক্সিম ব্যাংক। ২০২১ সালের মার্চে রাজশাহী ওয়াসা ও চীনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তবে মাঝপথে নানা জটিলতায় এই প্রকল্পটি ঝিমিয়ে পড়ে।
বৃহস্পতিবার হঠাৎ করেই রাজশাহী সফরে আসেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, প্রকল্পের সকল প্রস্তুতি শেষ। কাজ শুরু হবে শিগগিরই।
বৈঠকে মেয়র, দেশে বন্ধ থাকা জুটমিল, সুগারমিল টেক্সটাইল মিল চীনের ব্যবস্থাপনায় চালু করার প্রস্তাব দেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক কারণে চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। একারণে তারা আঞ্চলিক উন্নয়নেরও অংশীদার হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী মহানগরী ছাড়াও গোদাগাড়ী, কাটাখালি ও নওহাটা পৌরসভার বাসিন্দারা বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।