রাজশাহীতে নির্মিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রথম উড়ালসেতু

- আপডেট সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে নির্মিত হচ্ছে উত্তরাঞ্চলের প্রথম উড়ালসেতু। প্রায় এক কিলোমিটার দীর্ঘ চার লেনের এই উড়াল সেতুটি নির্মাণ করছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ- আরডিএ। এটি চালু হলে রাজশাহী নগরীতে প্রবেশ না করেও উড়াল বাইপাসের মাধ্যমে আশেপাশের জেলাগুলোতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে যানবাহন। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী নির্মিত হচ্ছে আন্তর্জাতিকমানের এই উড়ালসেতুটি। এরই মধ্যে প্রায় ৮০ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে।
রাজশাহী-নাটোর মহাসড়কে রুয়েটের পূর্ব-দক্ষিণ কর্ণার হতে খড়খড়ি বাইপাস সড়কের সংযোগ হিসেবে নির্মিত হচ্ছে এই উড়াল সেতু। ৮১০ মিটার দীর্ঘ চার লেনের এই উড়াল সেতুর উপর দিয়ে দু’প্রান্তে সংযুক্ত থাকবে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন লাইনও। উড়াল সেতুর নির্মাণকাজে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এর সকল সরঞ্জাম বুয়েটের বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করা হয়েছে। ফলে এর স্থায়ীত্বও দীর্ঘ হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।
রাজশাহীর ভৌত অবকাঠামো উন্নয়নে এই উড়ালসেতুটিকে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। তারা বলছেন, সড়কে চলাচলকারীরা এর মূল সুফলভোগী হলেও, প্রকল্পে উন্নত ড্রেনেজ ব্যবস্থা যুক্ত করায় আশেপাশের এলাকার পানি নিষ্কাশন ও জলাবদ্ধতারও সমাধান হবে। ২০১৩ সালের জুলাইয়ে চালু হওয়া এ প্রকল্পটির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে।