রাজশাহীতে ফ্ল্যাটের ভাড়া না দিয়ে সটকে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম
- আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সরকারি ফ্ল্যাটে পরিবারসহ দু’বছর ধরে বাস করে ভাড়া না দিয়েই সটকে পড়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম। বিদ্যৎসহ ওই বাসার সকল সুবিধা ভোগ করেছেন। কিন্তু রেলের খাতায় বাসাটি ফাঁকাই দেখানো হয়েছে। এভাবে প্রতিমাসে অন্তত ৫০ হাজার টাকা করে ফাঁকি দিয়েছেন সরকারকে। রাজশাহী থেকে চট্টগ্রামে বদলি হয়ে তিনি এখন রেলওয়ের ট্রেনিং একাডেমির রেক্টর পদে আসীন।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির পাশে অফিসার্স কলোনিতে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের সরকারি বাসা এটি। সংরক্ষিত আবাসিক এলাকায় বিশাল জায়গা নিয়ে সীমানা প্রাচীরঘেরা দুই তলাবিশিষ্ট এই বাড়িতেই পরিবারসহ থাকেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। পাশেই নতুন করে তৈরি করেছেন সুইমিং পুলও। আর পরিবারের খেদমতে বাসায় কাজ করে রেলের অন্তত চারজন কর্মচারী।
চলতি বছরের ৬ জানুয়ারি ক্যামেরায় ধরা পড়ে এই চিত্র। মহাব্যবস্থাপকের বিরুদ্ধে বাসা বরাদ্ধ ছাড়াই বসবাসের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কোনো কর্মকর্তার নামেই বাসাটি বরাদ্দ দেয়া হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতি মাসেই বাসা ভাড়ার টাকা মহাব্যবস্থাপকের বেতন থেকে কেটে সরকারি খাতে জমা হওয়ার কথা। কিন্তু তাও ফাঁকি দিয়েছেন মিহির কান্তি।
তবে রেলের অন্যতম এই শীর্ষ কর্মকর্তার এমন অনিয়মের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বর্তমান মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি মিহির কান্তি। এদিকে, সরকারি প্রতিষ্ঠান প্রধানদের লাগামহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সুজন।
২০১৯ সালের ১৪ অক্টোবর থেকে গত বছরের ২২ জানুয়ারি পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম পদে দায়িত্ব পালন করেছেন মিহির কান্তি গুহ।