রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসুচি বাতিল
- আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসুচি বাতিল করেছে পুলিশ। সিটি নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকাল থেকে বিএনপি কার্যালয়সহ মধ্য নগরীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় পড়ে তোলা হয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন ও
সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে বিএনপি বলছে, সিটি নির্বাচন নয়, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে বিএনপি’র কর্মসুচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এদিকে, পুর্বঘোষিত পদযাত্রা কর্মসুচির কারণে সকাল থেকে মহানগরীর মালোপাড়া এলাকায় বিএনপি কার্যালয়, ভূবনমোহন পার্ক, গণকপাড়া, সোনাদীঘি মোড় ও বাটার মোড় ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা জানান, আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে পুলিশ কর্মসূচি নিষিদ্ধ করেছে। গতরাতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ যুবদল ও ছাত্রদলের সাতজন নেতাকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।