রাজশাহীর কাটাখালীর মেয়রের অবৈধ মার্কেটটি ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর অবৈধ মার্কেটটি ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে মার্কেট ভেঙ্গে সরকারী জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন। জানান, নোটিশের পরিপ্রেক্ষিতে উদ্যোগ না নেয়ায় সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়। স্থানীয়রা বলেন, দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর আব্বাস আলী কাটাখালী বাজারের পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটি দখল করে দোতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন। সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে তাঁকে অব্যাহতি দেয়া হয়। পরে ৩০ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন আব্বাস আলী। বর্তমানে তিনি কারাগারে আছেন।