রাজশাহীর দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে পদে উপ-নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। এঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।
সকাল ১১টার দিকে নগরীর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই কাউন্সিলর প্রার্থীই আওয়ামী লীগের সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী রাসেল জামান হোসনীগঞ্জ স্কুল কেন্দ্রে প্রবেশ করলে রাশেদুল হাসান টুলুর সমর্থকরা হৈচৈ শুরু করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে টুলুর সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।