রাজস্ব বোর্ডকে সাড়ে ১২ কোটি টাকা কর দিতেই হবে নোবেলজয়ী ড. ইউনূসকে
- আপডেট সময় : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
তিনটি ট্রাস্টে দান করা অর্থের বিপরীতে তিন করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের ‘দানকর’ আরোপ বৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ সিদ্ধান্ত দেন।
রাষ্ট্রপক্ষ বলছে, লিভ টু আপিল খারিজ হওয়ায় দানকর আরোপ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকল। দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী নোবেলজয়ী ড. ইউনূস ইতোমধ্যে ৩ কোটি টাকা দিয়েছেন। বাকি প্রায় সাড়ে ১২ কোটি টাকা তাঁকে এখন দিতেই হবে। ট্রাস্ট তিনটি হলো- প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্ট। এই তিন ট্রাস্টে ড. ইউনূস তার আয়কর দেয়া এতোদিনের উপার্জন দান করেন। এই দানের বিপরীতে আয়কর বিভাগ ওই ট্রাস্টগুলোর ওপর আবার ‘দানকর’ আরোপ করে। এর বিরুদ্ধে ড. ইউনূসের করা তিনটি আবেদন খারিজ করে গত ৩১ মে রায় দেয় হাইকোর্ট। রায়ে ড. ইউনূসের দেয়া দানের বিপরীতে কর আরোপকে বৈধ বলা হয়। কিন্তু ড. ইউনূসের দাবি- দানের ওপর কর হয় না।