রাজাকারের সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম
- আপডেট সময় : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত রাজাকারের তালিকায় বগুড়ায় আওয়ামী লীগের সাবেক এমপি, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। এতে চরম ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। অবিলম্বে তালিকা বাতিলের দাবি জানিয়েছেন তারা।
বিজয় দিবসের আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সারাদেশের ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন।
তালিকায় বগুড়ার আদমদীঘির ৩০ জনের নাম রয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক এমপি কছিম উদ্দিন, সাবেক এম এল এ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মনছুর আলী,আওয়ামী লীগ নেতা তাহের উদ্দিন, জাহান আলী, ফয়েজ উদ্দিন, ছাত্রলীগ নেতা আমিরুলসহ সাত জন রয়েছেন।
বিএনপির সাবেক এমপি মজিদ তালুকারের পরিবারের চারজন ছাড়া তালিকার অন্যদের নিয়েও প্রশ্ন রয়েছে। তীব্র প্রতিক্রিয়া, ক্ষোভ আর প্রতিবাদের ঝড় বইছে এলাকায়। দায়ভার নিয়ে মন্ত্রীরও পদত্যাগ দাবি করেন অনেকে।
তালিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার। বিতর্ক এড়াতে অবিলম্বে তালিকা সংশোধন করে রাজাকারের প্রকৃত তালিকা প্রকাশের দাবি করেন সবাই।