রাতে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাতে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনাল। ক্রিস্টাল প্যালেসেল মুখোমুখি হবে চেলসি। ওয়েম্বলিতে রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। চলিত মৌসুমটা ভালো যাচ্ছে না চেলসির।
গেলো সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়েছে ব্লুজদের। প্রিমিয়ার লিগেও নেই শিরোপার রেসে। শুধু এফএ কাপে শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে চেলসি। হতাশা পেছনে ফেলে ক্রিস্টাল প্যালেসকে হারাতে মরিয়া টুখেলের দল। ইনজুরিতে ছিটকে গেছেন বেন চিল উইল ও কালাম হাডসন। তবে, গুরুত্বপূর্ন ম্যাচে ইনজুরি কাটিয়ে ব্লুজ একাদশে ফিরছেন রোমেলু লুকাকু। ক্রিস্টাল প্যালেসের সাথে অতীত পরিসংখ্যানে এগিয়ে চেলসি। ৬০ বারের দেখায় ক্রিস্টালের ১২ জয়ের বিপরীতে চেলসি জিতেছে ৩৩ ম্যাচে। জয়ী দল ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে।