রাতে রাজধানীর যেসব সড়কে পর্যাপ্ত আলো নেই সেসব সড়কেই ছিনতাই বেশি ঘটছে
- আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
রাতে রাজধানীর যেসব সড়কে পর্যাপ্ত আলো নেই সাধারণত সেসব সড়কেই ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। সেসব সড়কে সংশ্লিষ্টদের নজরদারির পাশাপাশি নগরবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের- ডিবি অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আব্দুল বাতেন। রাজধানীজুড়ে ছিনতাই কর্মকাণ্ড বন্ধ করতে টার্মিনাল এবং চিহ্নিত পয়েন্টগুলোতে তৎপরতা জোরদারের সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি। সম্প্রতি রাজধানীতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৪২ জন ছিনতাইকারীকে আটক করেছে ডিবি। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৭৪টি মোবাইল ফোন, একটি ট্যাব, দুটি ল্যাপটপ, ১৩টি ছুরি, দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের আইনের আওতায় এনে পূর্ণাঙ্গ সাজার ব্যবস্থা করা না হলে অপরাধ কমানো সম্ভব হবে না। বেশিরভাগ সময় বাস-লঞ্চ টার্মিনাল এবং অন্ধকার গলিতে ছিনতাই হয়ে থাকে। আর সেটা গভীর রাত থেকে ভোর পর্যন্ত।