রান্না ঘরে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ
- আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছে।
গেলরাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে বিস্ফোরণসহ রান্না ঘরে আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এতে দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। এ সময় প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গেলরাত আটটার দিকে ওই বাজারে বন্ধ থাকা একটি লন্ড্রি দোকান থেকে সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এসময় পাঁচটি দোকানের মালপত্র লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।