রামপুরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস
- আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঢাকার রামপুরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস। দিনভর অভিযানে বেশকিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংযোগ গ্রহীতাদের জরিমানাও করা হয়। তবে এসব অবৈধ সংযোগ গ্রহীতারা তাদের সংযোগ না কেটে বৈধ করে দেবার দাবি জানিয়েছেন।
রাস্তা- কিংবা বাড়ি খনন করেই টানা হয় গ্যাসের লাইন। প্রকাশে কিংবা গোপনে এমন অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। আর এসব চোরা লাইন সংযোগ ব্যবহার করা হচ্ছে নানান কৌশল। বাড়ির ভিতরে পাইপলাইন ও রাইজার স্থাপন করে তা লুকিয়ে রাখা হয় রড-সিমেন্ট দিয়ে ঢালাই করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় মিলেছে অবৈধ সংযোগের এমন চিত্র। কোথও বৈধ লাইনের সাথে জুড়ে দেওয়া হয় অবৈধ লাইন।
অবৈধ গ্যাস সংযোগ কারা, কিভাবে দিচ্ছে তার কিছুই জানেন না বলে দাবি করেছে তিতাস কর্তৃপক্ষ।
অভিযানে অবৈধ সংযোগ দেয়ায় ব্যবহারকারীর বিরুদ্ধে গ্যাস আইনে মামলা ও জরিমানা করা হয়।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।