রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অযুহাতে ভোজ্যতেল নিয়ে চলছে তেলেসমাতি কাণ্ড
- আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে কোন সময় তেলের দাম আরও বৃদ্ধি এবং তেলের অভার তৈরীর শঙ্কায় সারা দেশে শুরু হয়েছে তেল নিয়ে তেলেসমাতি কাণ্ড। ইতোমধ্যেই স্থানীয় বাজার গুলোতে সৃষ্টি করা হয়েছে তেলের কৃত্রিম সংকট। হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম। বাজার মনিটরে সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় এই পরিস্থিতিতে ক্রেতা সাধারণ অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।
গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ টাকা দরে। গত ২/৩ দিনে ধরে সেই তেলের দাম ঠেকেছে ২শ টাকায়। এর পরও প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন কেউ কেউ। অজানা আতঙ্ক থেকে হঠাৎ করেই বাড়তি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে স্থানীয়দের মাঝে। ফলে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার অধিকাংশ দোকানেই সয়াবিন তেল পাওয়া যায়নি। বিক্রেতারা বলছেন, অন্য সময়ের থেকে এখন সয়াবিনের চাহিদা অনেক বেশি।
এদিকে সয়াবিন তেলের এই লাগামহীন দাম বৃদ্ধির কারণে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। এমন পরিস্থিতিতে সরকারের কঠোর মনিটর দাবী করেন তারা।
তবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায় বাজারে অসাধু চক্র ও মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।