রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশে। দুর্ভিক্ষের পদধ্বনি থেকে দেশকে রক্ষায় সরকার সংকট উত্তরণের চেষ্টা করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তরুণ প্রজন্মের জন্য সরকার বাধ্যতামূলক কারিগরি শিক্ষার পরিকল্পনা করছে বলে জানান সরকার প্রধান।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনষ্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর ২৪তম জাতীয় সম্মেলন এবং ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনীতে তিন মুক্তিযোদ্ধা প্রকৌশলীকে তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণ পদক তুলে দেন মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গণভবন থেকে ভাচূয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষা বাধ্যতামুলক করা হবে।
করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশে। সমস্যা সমাধানে সংকট উত্তরণের চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের মতো অনেক ষড়যন্ত্রের পরেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিশ্ব দরবারে মর্যাদা বাড়িয়েছে।
পরে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।