রাশিয়ার ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো
- আপডেট সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
ইউক্রেনে আগ্রাসন চালাতে প্রস্তুত রাশিয়া। এতে করে দেশটির উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো। তবে, সংকট সমাধানের পথ এখনো খোলা আছে বলে মনে করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্বপরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান। প্রতিবেশী রাষ্ট্রের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়ে সেনা মোতায়েনের পরই এলো এসব ঘোষণা।
রাশিয়ায় সার্বভৌম ঋণ এবং ব্যাংকসহ দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রুশ আগ্রাসন চালানোর এ কৌশল খুবই ন্যাক্কারজনক। রাশিয়া আগ্রাসী আচরণ বন্ধ না করলে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারী দেন বাইডেন।
এছাড়াও রাশিয়ার আরো পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষেধাজ্ঞা জারির এই ঘোষণা দেন।
রাশিয়া আগ্রাসন শুরু করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পূর্বপরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইউক্রেন সংকট নিয়ে এ সপ্তাহের শেষে ওই বৈঠক হওয়ার কথা ছিল।
রাশিয়ার মিত্র বেলারুশের দক্ষিণাঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে শতাধিক সামরিক যান ও ডজন ডজন অস্থায়ী সেনা শিবির দেখা গেছে। মঙ্গলবার বেসরকারি মার্কিন প্রযুক্তি কোম্পানি মাক্সার টেকনোলজিস এসব ছবি প্রকাশ করে।
ইউক্রেন থেকে শিগগির রুশ কূটনীতিকদের সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে মস্কো। মঙ্গলবার রাশিয়া জানায়, ইউক্রেনে থাকা রুশ কূটনৈতিকদের জীবন রক্ষার জন্য তাঁদের শিগগির সে দেশ থেকে সরিয়ে নেওয়া হবে।
ইউক্রেন ইস্যুতে যে বৈশ্বিক সংকট তৈরী হয়েছে তা এখনো কূটনৈতিক পথে সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।