রাশিয়ার কারাবন্দী নেতা নাভালনির স্বাস্থ্যের অবনতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারা চিকিৎসকরা। তারা জানান, তার রক্ত পরীক্ষার মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেছে, যে কোনো সময় তার কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে।
এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে। ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির বিরোধী নেতা নাভালনি প্রায় ১৮ দিন ধরে অনসনে আছেন। তীব্র পিঠে ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ায় তার যতটুকু চিকিৎসা দরকার তিনি তা পাচ্ছেন না। উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েই তিনি অনসন করছেন। পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে কারাগারে পাঠানো হয়।