ইসরায়েলের মতো হাসপাতালেও হামলা করেছে বিএনপি,অভিযোগ ১৪ দলের

- আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৯৯৬ বার পড়া হয়েছে
ইসরায়েলের মতো হাসপাতালেও হামলা করেছে বিএনপি, এমন অভিযোগ করেছে ১৪ দল। বিক্ষোভ সমাবেশে জোট নেতারা বলেছেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশের মতো অবরোধ কর্মসূচিও সফল হবে না বিএনপির। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে একথা বলেন তারা। এসময় পুলিশ হত্যার পক্ষে ওকালতি করার অভিযোগ এনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অবাঞ্ছিত করার আহ্বান জানান জোটের অন্যতম শরীক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বিএনপি’র ২৮ অক্টোবরের কর্মসূচিতে নৈরাজ্য, পুলিশ হত্যা, হাসপাতালে হামলাসহ বেশকছু ইস্যুতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ।
জোটের নেতারা দাবি করেন, দেশী-বিদেশী অপশক্তির যোগসাজশে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। পিটার হাসের বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, বিএনপির সাথে কোন সমঝোতা সম্ভব নয়।
বিএনপি দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় দাবি করে জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, কর্মসূচির নামে নৈরাজ্য করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
তারা অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন নয়, বিএনপি-জামাত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।