রাষ্ট্রপতি নিয়ে বিএনপির কোন মাথাব্যথা নেই : আমির খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০০০ বার পড়া হয়েছে
অবৈধ সরকারের বানানো রাষ্ট্রপতি নিয়ে বিএনপির কোন মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতিকে নিয়েও প্রতিক্রিয়া জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে না পারলে দেশে শান্তি ফিরবে না।