রাষ্ট্রপতির ক্ষমতাবলে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবি বিএনপি এমপিদের
- আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতিকে তার নিজস্ব ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি সংসদ সদস্যরা। অন্যথায়, অনাকাঙ্ক্ষিত কিছু হলে পদত্যাগের হুমকি দেন দলটির সংসদ সদস্যরা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে এসব কথা বলেন তারা।
রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। ৩০ মিনিটের এ মানববন্ধনে বন্তব্য দেন দলটির চার সংসদ সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান, তারা।
খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায়, বাধ্য হয়ে অবৈধ সরকারের কাছে আবেদন জানাতে হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি’র সংসদ সদস্যরা।
তারা বলেন, সরকার প্রধান চাইলে নির্বাহী ক্ষমতার বলে খালেদা জিয়াকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে পারেন।