রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে আখচাষীদের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখমাড়াই বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে গাইবান্ধা ও পঞ্চগড়ে মানববন্ধন করেছে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা।
রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখমাড়াই বন্ধে সিন্ধান্ত ও বকেয়া বেতনভাতা পরিশোধের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। এপর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সরকার কতৃক বন্ধ ঘোষিত পঞ্চগড় চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। প্রায় সহস্রাধিক শ্রমিক কর্মচারী অংশ নেয়। মিছিলে তারা চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগসহ চিনিকল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে শ্রমিক কর্মচারি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারক লিপি দেয়া হয়।