রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার এই সফর।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ সময় দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন রাষ্ট্রপতি। বাংলাদেশ অনেক আগে ব্রুনাই থেকে জ্বালানি সংগ্রহ করত। পরে তা নানা কারণে বন্ধ হয়ে যায়। এখন দেশটি থেকে জ্বালানি আমদানিসহ শ্রমবাজার, সরাসরি বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নাবিকদের সনদের স্বীকৃতিবিষয়ক সমঝোতা চুক্তি হতে পারে।