রাষ্ট্রয়াত্ত্ব পাটকলগুলো ফের চালু করতে সরকার আন্তরিক : বস্ত্র ও পাটমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় রাষ্ট্রয়াত্ত্ব পাটকলগুলো ফের চালু করতে আন্তরিক সরকার জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
ইজারার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের বন্ধ আমিন জুট মিল পরিদর্শন শেষে মন্ত্রী আরো বলেন, লোকসান হওয়ায় পাটকলগুলো বন্ধ করে দিতে বাধ্য হলেও এরই অংশ হিসেবে যাচাই বাছাই শেষে ভাড়া ভিত্তিতে কারখানা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে দেন-দরবার চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যেই শর্তগুলো চূড়ান্ত করা হবে।