রায়হান হত্যার ২৮ দিন পর মূল অভিযুক্ত আকবর ভারত থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রায়হান হত্যার ২৮ দিন পর মূল অভিযুক্ত সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদ্য বহিস্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ভারত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভারতের খাসিয়ারা এলাকা থেকে এসআই আকবরকে আটক করার কথা জানানো হয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়। এসআই আকবরকে হস্তান্তরের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সিলেট জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় গিয়ে স্থানীয় জনগণের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ১১ অক্টোবর সিলেট মহানগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ পুলিশ হেফাজতে নিহত হওয়ার ঘটনায় এসএমপি’র এসআই আকবরসহ ৪ জনকে সাময়িক বহিস্কার ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। এরই মধ্যে অভিযুক্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ২০ অক্টোবর ও হারুনুর রশিদকে ২৪ অক্টোবর এবং ২৮ অক্টোবর এএসআই আশেকে এলাহীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে।