রিক্রুটমেন্ট এজেন্সিদের অযথা হয়রানি বন্ধে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
অভিবাসন প্রক্রিয়া সহজ করতে ই-পাসপোর্টসহ নানা সুবিধা বাড়ানোর কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে ঢাকায় বায়রা আয়োজিত এক সংবর্ধনায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প বাস্তবায়ন করছেন। যার সুফল প্রবাসীরা পেতে শুরু করেছেন। মানব পাচার আইনের পাশাপাশি প্রবাসী প্রত্যাবাসন আইনকে আরো জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। রিক্রুমেন্ট এজেন্সিদের অযথা হয়রানি বন্ধে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।