রিজার্ভের টাকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রিজার্ভের টাকা নিয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টাকা কোথাও যায়নি। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে রিজার্ভের টাকা ব্যবহার করা হয়েছে।
দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচারকারীদের মুখে রিজার্ভ নিয়ে কথা বলা মানায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ১৩ বছরে সারাদেশের পল্লী খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী ৫৯ চেয়ারম্যানকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনকল্যাণে জেলা পরিষদ চেয়ারম্যানদের কাজ করার আহবান জানিয়ে সরকার প্রধান বলেন, শহরের মতো গ্রামেও নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। ভোগ-দখলের জন্য নয়, জনগণের সেবার জন্য নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে রিজার্ভ ব্যবহার করা হয়েছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামীদের রিজার্ভ নিয়ে কথা বলা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ প্রতিশোধপ্রবন নয় বলে, মানবতার কারণে খালেদা জিয়াকে বাসায় থাকতে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।