রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ২৮ ও এমডি মাসুদের ২১ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজেরও ২১ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন বিচারক । সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের রাজেশ চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় রিমান্ড শেষে রেব সাহেদকে সকালে আদালতে পাঠায় ।সাহেদের আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। এরআগে সকাল ১০টার দিকে ১০ দিনের রিমান্ড শেষে রাজধানীর উত্তরা পশ্চিমে তিনটি ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখানোর পর ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড আজ শেষ হয়েছে। গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালায় রেবের ভ্রাম্যমান আদালত।