সাহেদ করিমের প্রতারণা বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে :স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাহেদ করিমের গ্রেফতারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করোনা রোগীদের চিকিৎসা দেয়ার নামে সাহেদের মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি। অপরাধীদের ব্যাপারে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জিরো টলারেন্সে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত প্রতারক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতারের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডীর বাস ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
সাহেদ সবসময় প্রতারণা করার জন্য ফাঁকফোকর খুঁজতো উল্লেখ করে তিনি বলেন, প্রতারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো। সাহেদ এসব দেখিয়ে তার প্রতারণার কাজকে আরও সহজ করতো।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ হওয়ায় তার প্রতারণা দীর্ঘস্থায়ী হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনা চিকিৎসায় এগিয়ে আসার মূলে প্রতারণাই তার মুল উদ্দেশ্য ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।