রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৭ কর্মকর্তা-কর্মচারিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এ মামলায় গ্রেপ্তার কামরুল ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে কিশোর সংশোধানগারে পাঠানো হয়েছে। এর আগে অভিযুক্ত ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়ম ধরা পড়ায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়।