রিজেন্টের সাহেদ করিমের বিরুদ্ধে এ পর্যন্ত ১৪০টি অভিযোগ জমা পড়েছে
- আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে এ পর্যন্ত ১৪০টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ– সাহেদ করিমকে প্রতারক ‘আইডল’ আখ্যা দিয়ে বলেন, একজন প্রতারকের সাধারণত যেসব বৈশিষ্ট্য থাকে, তার চেয়েও বেশিকিছু আছে সাহেদের মধ্যে। সাহেদকে নিয়ে গতরাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার ব্যাক্তিগত গাড়িতে, একটি অবৈধ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল মদ উদ্ধার করে ডিবি।
দিন যতো যাচ্ছে রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগের মাত্রাও বাড়ছে। এসব অভিযোগের তথ্য বলছে, প্রতারণার কোনো শাখা-প্রশাখা বাকি রাখেনি সাহেদ। সব স্তরেই ছিল তার বিচরণ ।সাধারণ মানুষের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ লোক পরিচয় দিয়ে প্রতারণার জালে ফেলে সর্বস্ব কেড়ে নিতো সে।
র্যাবের হটলাইনে আসা অভিযোগের তথ্য বলছে
সরকারি চাকরি ও বদলির কথা বলে টাকা আদায়
বালু ভরাট, রড, সিমেন্ট, বিটুমিন সরবরাহকারীকে টাকা না দেওয়া
ব্যাংক থেকে ঋণ সংক্রান্ত অভিযোগ
রিকশাভ্যানের ভুয়া সনদ
হাসপাতালে অতিরিক্ত অর্থ আদায়
বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আদায়
কর্মচারীদের বেতন না দেয়াসহ শত শত অভিযোগ।
দুপুরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহেদের বিরুদ্ধে র্যাবের অভিযোগ সেন্টারে এ পর্যন্ত ১৪০টি অভিযোগ পড়েছে। এর মধ্যে সরকারি চাকুরি এবং বদলি বাণিজ্যের অভিযোগসহ প্রায় দশ কোটি টাকার আত্মাসাতের অভিযোগ পাওয়া গেছে।
সাহেদ করিমকে প্রতারক ‘আইডল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘একজন প্রতারকের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সাহেদ করিমের মধ্যে সবগুলোই ছিল বলে জানান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ।
গত রাতে সাহেদেকে নিয়ে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। এ সময় তার ব্যাক্তিগত গাড়িতে, একটি অবৈধ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল মদ উদ্ধারের কথা জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এছাড়া সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ৬টি এবং পল্লবিতে ২টি মামলায় হয়েছে বলেও জানান তিনি।