রিজেন্টের সাহেদের অবৈধ সম্পদের খোঁজে দুদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে প্রতারক সাহেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি আমলে নিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম এ অভিযান পরিচালনা করবে। টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল হাসান গাজী ও শেখ মোহাম্মদ গোলাম মাওলা। রিজেন্ট হাসপাতালের মাধ্যমে করোনা টেস্ট নিয়ে প্রতারণার ঘটনা ফাঁস হলে সাহেদ আত্মগোপনে চলে যান। তবে ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতেই রয়েছেন তিনি। এছাড়াও বহুমাত্রিক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে সাহেদের বিরুদ্ধে।