রিজেন্টের সাহেদের সহযোগীদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্টের সাহেদের সহযোগীদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তার সঙ্গে জড়িত ছিল, কার সহযোগিতায় এ জায়গাটিতে তিনি আসতে পেরেছেন, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে ঢাকার কাকরাইলে প্রেস ইনস্টিটিউট অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরো জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় সব কিছুই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ এ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রিজেন্টের সাহেদের সঙ্গে গুরুত্বপুর্ণ ব্যক্তিদের সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাহেদের অপকর্মের সহায়তাকারীদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ।
সংবাদপত্রের ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে সবাইকে তা দেওয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, অনেকেই সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ।