রিফাত হত্যা মামলায় রায় ৩০ সেপ্টেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আছাদুজ্জামান এ রায়ের দিন ধার্য করেন।
প্রাপ্তবয়স্ক ১০ আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় ৯ আসামি আদালতে উপস্থিত থাকলেও মোহাম্মদ মুসা পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এর পর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায়ের দিন ধার্য করেন। এদিকে আজ মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছে আদালত।