রিমান্ড শেষে জেকেজি’র ডা. সাবরীনাকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের
- আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
দু’দফা রিমান্ড শেষে জেকেজির ডা.সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আতিকুল ইসলাম। এদিকে ডিএমপি মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে ডা. সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী।করোনা নমুনা জালিয়াতির সাথে জেকেজির সম্পৃক্ততা এড়ানোর কোন সুযোগ নেই বলেও জানান তিনি ।
করোনা পরীক্ষা জালিয়াতিতে আলোচিত এক নাম ডা.সাবরিনা আরিফ চৌধুরী।
তার প্রতারণার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশ জুড় উঠে সমালোচনার ঝড় ওঠে । আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হর ডা. সাবরীনা ও তার স্বামী আরিফ চৌধুরী। সোমবার করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় জেকেজি’র বির্তকিত চেয়ারম্যান ডা.সাবরিনাকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে তোলে গোয়ন্দা পুলিশ।
আসামী পক্ষের আইনজীবীরা ডা.সাবরীনাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করলে-বিচারিক আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
অন্যদিকে জামিন যোগ্য ধারায় মামলা হবার পরও সাবরীনাকে কারাগারে প্রেরণ করায় হতাশা প্রকাশ করেন তার আইনজীবী।
এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে জিজ্ঞাসাবাদে দেয়া ডা সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মো. উপ-কমিশনার ওয়ালিদ হোসেন।
রিমান্ডে ডা. সাবরীনা ও তার স্বামী আরিফকে মুখোমুখি একাধিকবার জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। এসময় একে অপরের ওপর দাঁয় চাপানোর চেষ্টা করে তারা । খুব শিগগিরই আলোচিত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে বলেও জানায় ডিবি পুলিশ ।