রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল সোসিয়েদাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যু ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। ম্যাচ শুরু হবে রাত সাড়ে নয়টায়। মাঠের খেলায় দারুণ সময় পার করছে রিয়াল মাদ্রিদ। লিগে নিজেদের শেষ ম্যাচে গেটাফের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে লস ব্লাংকোসরা। আর এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাই এই ম্যাচ জিতলে সুযোগ থাকবে লিগের শীর্ষস্থান দখলের। তাই প্রতিপক্ষ সহজ হওয়ায় এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেনা কার্লো আনচেলত্তির শিষ্যরা।