রিয়াজের শ্বশুর- আবু মহসিন খান পিস্তলের গুলিতেই মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক
- আপডেট সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চিত্রনায়ক রিয়াজের শ্বশুর- ব্যবসায়ী আবু মহসিন খান পিস্তলের গুলিতেই মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। গত রাত পৌনে দশটার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসায় ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। ময়না তদন্তের পর বিকেলে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে, আত্মহত্যার ফেসবুক লাইভ অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গণমাধ্যমেও ফুটেজটি প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়।
বুধবার রাত পৌনে দশটায় ১৬ মিনিটের ফেসবুক লাইভের শুরুতেই আত্মীয় স্বজনদের প্রতি ক্ষোভ ঝাড়েন আবু মহসিন খান। পৃথিবীকে জানান একাকীত্বের করুণ গল্প।
১৬ মিনিট ২ সেকেন্ডে নিঃসঙ্গতার ইতি টেনে নিজ পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন ফেইসবুক লাইভেই।
আত্মহত্যার পরও প্রায় একঘণ্টা চলে তার ফেইসবুক লাইভ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মর্গ থেকেই শ্বশুরের মরদেহ বুঝে নেন চিত্রনায়ক রিয়াজ। এসময় কান্নাজড়িত কন্ঠে শ্বশুরের জন্য দোয়া চান তিনি।
ময়না তদন্ত শেষে চিকিৎসক জানায় গুলিতেই তার মৃত্যু হয়েছে।
মরদেহ বাসায় নেয়ার পর বাদ আসর স্থানীয় মসজিদে জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
এদিকে দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আত্মহত্যার ফেসবুক লাইভ ৬ ঘণ্টার মধ্যে অপসারনের নিদেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এছাড়া গণমাধ্যমেও ফুটেজটি প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।