রেলট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো হলো মেট্রোরেলের বগি
- আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো রেলট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো হলো মেট্রোরেলের বগি। এর মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে গেল রাজধানীর মেট্রোরেল প্রকল্প। সকালে উত্তরা দিয়াবাড়ীর ডিপো এলাকায় বিদ্যুত-চালিত মেট্রোরেলের বগিগুলোর উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়– বাস্তবতা। তিনি জানান, দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৬৩ ভাগ হলেও উত্তরা-আগারগাঁও অংশের ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে উত্তরা দিয়াবাড়ী ডিপোর কোচ আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে তোলা হয় দেশের প্রথম মেট্রোরেলের বগি। এ সময় রেল বগিগুলোর উপস্থাপন অনুষ্ঠানে বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুরুতেই সকলকে ট্রেনের আগমন প্রত্যক্ষ করার অনুরোধ জানান তিনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় বাস্তবায়নাধীন মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তুলে ধরেন ওবায়দুল কাদের।
আগামী আগস্ট মাসেই ভায়াডাক্টের উপর দিয়ে মূল লাইনে পারফরমেন্স টেস্ট শুরু হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এসময় উত্তরা ডিপো প্রান্তে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উর্ধ্বতন কমকর্তারা।