রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, আহত ৭
- আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩১ বার পড়া হয়েছে
রেললাইন উপড়ে ফেলায় ভোররাতে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এক যাত্রী নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ময়নসিংহের দিকের ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় তদন্তে ১২ জনের কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রা করে। গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখড়িয়ায় রেলপথের ২০ গজ কেটে রাখে দুর্বৃত্তরা। ভোর সোয়া ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল রেলস্টেশনে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় একজন নিহত হন মুরগী ব্যবসায়ী আসলাম হোসেন। আহত হন অন্তত ৭ জন যাত্রী। ঘটনার পর খবর পেয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ বিজিবি ও রেব।
ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। বলেন, পরিকল্পিতভাবেই এই নাশকতা ঘটানো হয়েছে। রেললাইনের পাশে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এগুলো ব্যবহার করেই ট্রেনলাইন কাটা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের এডিএম হুমায়ূন কবীরকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ আছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। তবে, কিশোরগঞ্জ ভৈরব হয়ে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক আছে।