রেলপথের কোটি কোটি টাকার জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা
- আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও জামালপুরে রেলপথের কোটি কোটি টাকার জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা । স্থানীয়দের অভিযোগ দখলকৃত এসব জমিতে পাকা-আধাপাকা স্থাপনা, বাজার, দোকানপাট, স-মিলসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তবে, এসব জমি উদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেল ষ্টেশনের প্রায় ৩৭ একর জমি দখলে রেখেছে প্রভাবশালীরা। এরমধ্যে ৩৩ একর জমির উপর গড়ে উঠছে বাজার, পাকা-আধা পাকা স্থপনা, দোকানপাট, স-মিলসহ বিভিন্ন স্থাপনা। রেলে জমি দখলের কথা স্বীকার করেন ভাটিয়াপাড়া বাজার সমিতির এ নেতা।আর এসব জমি দখলমুক্ত করতে উচ্ছপদস্ত কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান ষ্টেশন মাষ্টার।
জমি উদ্ধারে রেল কর্তৃপক্ষ চিঠি দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামালপুর জংশন থেকে ময়মনসিংহ ও জামালপুর থেকে বাহাদুরাবাদঘাট ও তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত মোট ১৭ টি রেলষ্টেশনের পাশের প্রায় ৩শ একর জমিতে নিয়মনীতি না মেনেই রেলওয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে নির্মাণ করা হচ্ছে পাকা দালান ও অবৈধ স্থাপনা।