রেলব্রীজের উপর দাঁড়িয়ে স্বামীর সাথে ছবি তোলার সময় ট্রেনের নীচে পড়েছেন স্ত্রী
- আপডেট সময় : ০২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ষ্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের সম্পুর্ণ তেলই পড়ে গেছে।
সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মোঃ মনজের আলি জানান, খুলনা থেকে ঈশ্বরদি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সকালে হালসা ষ্টেশনের পাশে এলে ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগনের প্রায় সম্পুর্ণ তেল পড়ে যায়। ওয়াগনের গায়ে ৪২ টন তেল ধারণ ক্ষমতা লেখা দেখে ধারণা করা হচ্ছে ওয়াগনে ৪২ টন তেল ছিল। ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলব্রীজের উপর দাঁড়িয়ে স্বামীর সাথে ছবি তোলার সময় ট্রেনের নীচে পড়েছেন স্ত্রী। তবে ভাগ্যক্রমে বেঁচে গেলেও আহত হয়ে ট্রমায় ভুগছেন তিনি। গত সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লিজা তার স্বামী জুনাইদ ও অপর এক স্বজন আখাউড়া তিতাস ব্রীজের উপরে উঠে ছবি তুলছিলেন। এ সময় নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস আসতে দেখে সরে যাওয়ার সময় হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান লিজা। তার উপর দিয়ে ট্রেনটি চলে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বিনোদনের নামে প্রতিদিনই রেলব্রীজের উপর শত শত তরুণ-তরুণী ভীড় করে। এতে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে। এ প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম ঘটনার কথা জানিয়ে বলেন, ব্রীজের উপর কেউ যাতে ভীড় করতে না পারে সেজন্য টহল টিম কাজ করে থাকে।