রেলের জন্য ভারতকে জায়গা দেয়া মানে দেশ বিক্রি নয়: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
রেলের জন্য ভারতকে জায়গা দেয়া মানে দেশ বিক্রি নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দেশ বিক্রি করে না। সকালে গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ বলেন, সমালোচকদের মনে রাখা উচিৎ, আওয়ামী লীগ যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারত প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ড. ইউনূস যে কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত বলেও জানান প্রধানমন্ত্রী।
ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, একই মাসে ২বার ভারত সফর বন্ধুত্বের বহি:প্রকাশ। প্রধানমন্ত্রী জানান, সফরকালে সীমান্ত হত্যা শূণ্যে নামিয়ে আনা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি, আঞ্চলিক ও বহুমাত্রিক সহযোগিতার নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, যারা দেশ বিরোধী কথা বলে, তারা ৭১ সালে পাকিস্তানের দালালি করেছে। আর এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তিস্তা নিয়ে চীন ও ভারত দু’দেশই প্রস্তাব দিয়েছে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ক নেবে বাংলাদেশ। মমতা ব্যানার্জির চিঠি ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে জানান প্রধানমন্ত্রী। অর্থ আত্মসাৎ করায় ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে বলেও জানান শেখ হাসিনা।