রেসেলমেনিয়া ইভেন্টে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে তিন যুবক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্ব রেসলিংয়ের সবচেয়ে বড় ইভেন্টে- বাংলাদেশের পতাকা তুলে ধরেছে তিন যুবক। রেসেলমেনিয়া ইভেন্টে তিন যুবককে দেখা গেছে বাংলাদেশের পতাকা হাতে প্রতিনিধিত্ব করতে।
বিশ্বের ক্রীড়া অঙ্গনে রেসলিং খুবই জনপ্রিয়। এর আগে কখনোই কোন বাংলাদেশীকে দেখা যায়নি রেসলিংয়ের গ্যালারিতে। এই প্রথম রেসেলমেনিয়াতে বাংলাদেশের তিন যুবক হাজির হন লাল-সবুজের পতাকা হাতে। বাংলাদেশেও যে রেসলিং ব্যাপক জনপ্রিয় তা বোঝাতেই ২০ ঘন্টার ফ্লাইট ধরে দেশের পতাকা হাতে তিন যুবক হাজির হন আমেরিকার টেক্সাস এটিএন্ডটি স্টেডিয়ামে। ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিত হয় রেসেলমেনিয়া আটত্রিশের এই ইভেন্ট। বাংলাদেশী পতাকা হাতে রেসলিং গাল্যারির এই ভিডিও ফুটেজ এরই মধ্যে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। বিদেশি সাংবাদিকের ক্যামেরায় তারা রেসলার রোমেন রেঞ্জকে সমর্থনের কথাও জানান। সেখানে রোমেনই বিজয়ী হয়েছেন।