রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে মানুষকে সজাগ করা ছাড়া করোনা নিয়ন্ত্রণ কঠিন : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার সাথে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে মানুষকে সজাগ করা ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। আমেরিকার মতো দেশে যেখানে একদিনে করোনায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছে, সেখানে বাংলাদেশে ১০ মাসেও ৮ হাজার মানুষ মারা যায়নি। এটা কম সাফল্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, সঠিক সংবাদ পরিবেশন করলে মানুষ ও সরকার সচেতন হয়। তখন সরকারও উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কিছু কিছু সাংবাদিক সংবাদ তৈরি করে, তাই সংবাদ তৈরি না করে সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি।