রোগীদের চাপে পা ফেলারও জায়গা নেই রাজশাহী মেডিকেলে
- আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রোগীদের চাপে পা ফেলারও জায়গা নেই রাজশাহী মেডিকেলে। ওয়ার্ডের বেড ও মেঝে ছাপিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দায় বারান্দায়। তবে কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী নিয়ে দিশেহারা অবস্থা তাদের।
করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রোগী ভর্তি বন্ধ ছিল বেশ কয়েক মাস। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। মেডিকেলে রাজশাহী ছাড়া চিকিৎসা নিতে ছুটে আসছেন রংপুর ও খুলনা বিভাগের রোগীরাও।
ওয়ার্ডে ভেতরে বেড ফাঁকা নেই। জায়গা নেই মেঝেতেও। রোগীর ঠাঁই বারান্দা ছাপিয়ে ভবনের খালি জায়গাতে।
রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নার্সদের বিরুদ্ধে।
তবে হাসপাতাল পরিচালক বলছেন, চিকিৎসা ও নানা ধরনের ডায়াগনস্টিক পরীক্ষার সুযোগ বেড়েছে হাসপাতালে। ফলে বাড়ছে রোগীও। অবকাঠামো ও জনবল সংকটে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। গেলো এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে ৪হাজার ৭৪জন রোগী। আর এক হাজার ২০০ বেডের বিপরীতে গড়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি।