রোজাদারদের ভীড়ে প্রাণ ফিরেছে চকবাজারে
- আপডেট সময় : ০৮:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জমে উঠেছে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহি চকবাজারের ইফতার বাজার। প্রতিদিন বিক্রি হচ্ছে বাহারি ইফতার। করোনার দুই বছরে চকবাজারে স্থবিরতা নেমে এলেও আবারো ফিরে পেয়েছে পুরোনো চেহারা। রমজানের শুরু থেকেই সেরা সব ইফতারির পসরা সাজিয়েছেন দোকানীরা। রোজাদারদের ভীড়ে প্রাণ ফিরেছে চকবাজারে।
প্রায় ৪শ বছর আগে মোঘল শাসন আমলে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠে রাজধানীর চকবাজার। যুগের পরিক্রমায় ইফতার আয়োজনে চকবাজারের নাম অনেক আগে থেকেই বিখ্যাত। ঐতিহ্যবাহী ইফতারের জন্য পবিত্র রমজানে চকবাজারের নাম থাকে সবার আগে।
জালি কাবাব, বটি কাবাব, ছোলা থেকে শুরু করে হালিম, জিলাপিসহ বাহারী ইফতারির পসরা সাজান দোকানীরা।
শুধু পুরোনো ঢাকার বাসিন্দারাই নয়, দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে চকবাজারে ভীড় জমান ক্রেতারা। নানা স্বাদের ইফতার কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান ভোজন বিলাসী মানুষ।
করোনার কারণে গত ২ বছর এই ইফতার বাজারে স্থবিরতা থাকলেও এবার চিরচেনা রূপ ফিরে পাওয়ায় খুশি ব্যবসায়ীরা।