রোজায় নিত্যপণ্যের দাম কমাতে সরকারের সব উদ্যোগ ব্যর্থ
- আপডেট সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের দামে অস্থিরতা নিয়েই শুরু হচ্ছে পবিত্র রমজান। অস্বাভাবিক খেজুর, ছোলা, ডাল, চিনির বাজার। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ
রমজানের আর এক দিন বাকি। কিন্তু বাজারে সবকিছুর দাম চড়া। ফরিদপুর বাজারে খেজুর, ছোলা, ডাল, চিনিসহ প্রায় সবরকম নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে এখনও দেশী পেঁয়াজের দাম উর্ধ্বমুখী।ভরা মৌসুমেও দাম কমার কোন লক্ষণ নেই।
রমজান উপলক্ষে লালমনিরহাটে নিত্য পণ্যের দামে তেমন হেরফের না হলেও দাম বেড়েছে খেজুরের। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে খোলা খেজুর ১৯০ টাকা
কেজি বিক্রি হচ্ছে। যা গেল বার ছিল ১১০ থেকে ১২০ টাকা। এছাড়াও চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, মসুর ডাল ১০৫ টাকা, ছোলা ১০০ টাকা।
নওগাঁয় রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপূর্ণের বাজার। মসলা থেকে সবজি সব কিছুর দামি এখন ঊর্ধমুখী। সাধারণ মানুষ বলছে, দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে নিত্যপূর্ণের দাম। এমন অবস্থায় পুরো রমজান জুড়ে প্রশাসনকে বাজার নজরদারির আহ্বান জানান সাধারণ মানুষ।কুষ্টিয়ায় কাঁচাবাজারে দাম কিছুটা কমলেও কয়েক দিনের ব্যবধানে বাজারে আবার বাড়েছে সবজির দাম। সরকার নির্ধারিত দামে মিলছে না আলু ও পেঁয়াজ। বাজার উর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।