রোজায় ১ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আসন্ন রমজানে এক কোটি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল্যস্ফীতির ধাক্কা থেকে সুরক্ষা দিতেই এ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সুবর্ন জয়ন্তীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, সারের জন্য বিএনপি আমলে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আর এখন আওয়ামী লীগ কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছে। নবনির্মিত বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুরে পৌঁছেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর পিতার বন্ধুত্বকে চির অম্লান করতে এগিয়ে যান কণ্যা। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সঙ্গে বঙ্গবন্ধুর অকৃত্রিম বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট– ব্রি’র নবনির্মিত বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে ব্রি-র গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করনে শেখ হাসিনা।
আলোচনা সভায় যোগ দিয়ে কৃষি গবেষণা বিষয়ক ৫টি প্রকাশনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে গণহত্যার প্রতিবাদে সোচ্চার ছিলেন পিয়েরে ট্রুডো। তিনি বলেন বিএনপির হাত পেতে চলার নীতির কারণেই খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিতি পায় বাংলাদেশ।
এখন আর সারের জন্য কৃষককে গুলি খেতে হয় না মন্তব্য করে বিএনপির দু:শাসনের কথা স্মরণ করিয়ে দেন সরকার প্রধান।
রমজানে মূল্যস্ফীতির চাপ থেকে নিন্ম আয়ের মানুষকে রক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
গবেষণা ছাড়া উৎকর্ষতা সাধন সম্ভব নয়–মন্তব্য করে জলবায়ু সহায়ক নতুন প্রজাতির কৃষি শস্য উদ্ভাবনে মনোযোগী হতে কৃষিবিদদেরে প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।